Site icon janatar kalam

করোণা প্রতিরোধে প্রশাসনিক অভিযান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজ্যের নতুন করে করোণায় আক্রান্ত হলেন ৪৪৬ জন। এর চেয়েও যেন সবচেয়ে উদ্বেগের বিষয় হয়ে এখন দাঁড়িয়েছে মৃত্যু। এই সময়ের মধ্যে করোণায় আক্রান্ত হয়ে মৃত্যু হল একজনের। আক্রান্তের সংখ্যা বৃদ্ধি এবং নতুন করে মৃত্যুর খবর উঠে আসতেই সচেতন নাগরিকদের মধ্যে যেমন নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে এখন, ঠিক তেমনি উদ্বিগ্ন যেন প্রশাসন। করোনা প্রতিরোধের জন্য প্রশাসনের তরফে জারি করা হয়েছে বেশ কিছু বিধি-নিষেধ। এর মধ্যে অন্যতম সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক ব্যবহার। কিন্তু লক্ষ্যনীয় বিষয় যে প্রশাসনিক বিধি নিষেধকে উপেক্ষা করেই যেন চলছে মানুষ। তাই এবার বিধি নিষেধ সঠিকভাবে কার্যকর করার লক্ষ্যে ময়দানে নামল প্রশাসনের কর্মীরা। রবিবার এমনটাই দেখা গেল আগরতলার পোস্ট অফিস চৌমুহনি এলাকায়। সদর মহকুমা প্রশাসনের কর্মীরা এদিন মাস্ক ব্যবহারে অনাহাকারীদের বিরুদ্ধে সংঘটিত করে বিশেষ অভিযান। অভিযানকালে যারা মাস্ক ব্যবহার করছেন না তাদেরকে নিয়ম অনুযায়ী ২০০ টাকা আর্থিক জরিমানা করেন আধিকারিকরা।

Exit mobile version