Site icon janatar kalam

ছাত্র সংগঠনের কর্মসূচি আগামীকাল

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- আগরতলা টাউন হলে রবিবার অনুষ্ঠিত হবে উপজাতি ছাত্র ইউনিয়নের রাজ্যভিত্তিক সাংগঠনিক কনভেনশন। এদিন সকালে পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদানের মধ্য দিয়ে শুরু হবে কনভেনশনের কাজ। কনভেনশনে অতিথিদের মধ্যে উপস্থিত থাকবেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার, সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক রাধা চরণ দেববর্মা এস এফ আই এর সর্বভারতীয় যুগ্ম সম্পাদিকা দীপশিতা ধর। সম্মেলনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৪৫০ প্রতিনিধি অংশগ্রহণ করবে। একই দিন বিকেলে আগরতলা টাউনহলে এসএফআই ও টি এস ইউর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হবে এক আলোচনা চক্র। আলোচনার বিষয় শিক্ষা বাঁচাও, সংবিধান বাঁচাও, ভারত বাঁচাও। এই শিরোনামে আয়োজিত আলোচনা সভায় বক্তাদের মধ্যে উপস্থিত থাকবেন রাজ্যের প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক মিহির দেব ও এসএফআই সর্বভারতীয় যুগ্ম সম্পাদিকা দীপশিতা ধর। শনিবার বিকেলে আগরতলা মেলার মাঠ স্থিত ছাত্র যুব ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব ও টি এস ইউর কেন্দ্রীয় কমিটির সম্পাদক নেতাজি দেববর্মা।

Exit mobile version