Site icon janatar kalam

নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন ও শুভেচ্ছা অনুষ্ঠান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-দেশের নতুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে শনিবার এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিজেপি জনজাতি মোর্চা ত্রিপুরা প্রদেশ। আগরতলা মাতঙ্গিনী প্রীতিলতা সভাগৃহে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী রামপদ জমাতিয়া, দলের সহ সভাপতি পাতাল কন্যা জমাতিয়া সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রামপদ জমাতিয়া বলেন পৃথিবীর সর্ব বৃহৎ গণতান্ত্রিক দেশের প্রথম জনজাতি মহিলা দ্রৌপদী মুর্মুকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এন ডি এ শরিক দল মিলে রাষ্ট্রপতি পদে বসিয়েছেন। এর জন্য যারা উনাকে এই পদে বসিয়েছেন রাজ্যের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানানো এবং নব নির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যাতে উনার কর্মজীবনে ভারতবর্ষকে উচ্চ আসনে নিয়ে যেতে পারেন এর জন্য উনাকে অভিনন্দন জানাতে এই অনুষ্ঠানের আয়োজন। তিনি আরো বলেন, ফের আবার তা প্রমানিত হল যে সবকা সাথ সবকা বিকাশের যে নীতি তা অক্ষুন্ন আছে এবং থাকবে। অনেকে দলকে বদনাম করতে চেয়েছিল কিন্তু দল কাজের মাধ্যমে প্রমান করে দিয়েছে যে এ পি জে আব্দুল কালাম, রামনাথ কোবিন্দ এবং বর্তমানে দ্রৌপদী মুর্মুকে অর্থাৎ মাইনরিটি, অনুসুচিত জাতি, অনুসুচিত জনজাতিকে পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্রের উচ্চ আসনে অধিষ্ঠিত একমাত্র এন ডি এ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই করতে পারেন।

Exit mobile version