Site icon janatar kalam

আন্দোলনের বার্তা ফেডারেশনের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-রাজ্যের সরকারি কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আগামী দিন আন্দোলনে নামবে কংগ্রেস ভবনের ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন। বারো দফা দাবিতে রাজ্যের মুখ্য সচিবের কাছে ডেপুটেশন দেবে সংগঠন। এতে ১৫ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হবে মুখ্য সচিবকে। এরপর দাবি অনাদায়ে সংগঠন লাগাতর আন্দোলন গড়ে তুলবে।শুক্রবার আগরতলায় ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন পোস্ট অফিস চৌমুনি আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে কথাগুলি বললেন সংগঠনের মহাসচিব শ্যামল সাহা। শ্রী সাহা এদিন আরো জানান, বাম শাসনে রাজ্যের কর্মচারীরা সারাদেশের-নিরীকে সর্বনিম্ন বেতনভুক্ত কর্মচারীতে পরিণত হয়েছিল। যার ফলশ্রুতিতেই ২০১৮ বিধানসভা নির্বাচনে ক্ষমতায় হারায় বামফ্রন্ট। নতুন করে ক্ষমতায় আসে বিজেপি আইপিএফটি জোট সরকার। কিন্তু সরকার পরিবর্তন হলেও কর্মচারীদের ভাগ্যের চাকার পরিবর্তন হয়নি। বিগত সাড়ে চার বছরে বিজেপির শাসনে হয়েছে শিক্ষক কর্মচারীদের। কর্মচারীরা আজও পায়নি বহু চর্চিত সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশ অনুসারে বেতন ভাতা। অনিয়মিত কর্মচারীরা রয়ে গেছেন একই জায়গায়। প্রতিশ্রুতি মোতাবেক ১০৩০০ চাকুরীচুত্য শিক্ষকদেরও সমস্যার সমাধান করেনি সরকার। বেকারদের দেওয়া প্রতিশ্রুতিও রক্ষা করতে পারেনি তারা। ফলে স্বাভাবিকভাবেই কর্মচারী থেকে শুরু করে বেকাররা সরকারের কাজকর্ম নিয়ে হতাশ।

Exit mobile version