জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-রাজ্য সরকারের পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের উদ্যোগে রাজ্যেও চলছে প্রতিটি পাড়ায় পাড়ায় এখন জল জীবন মিশন প্রকল্পের কাজ। আর এই কাজের অগ্রগতির পর্যালোচনা করতে বৃহস্পতিবার আগরতলা প্রজ্ঞা ভবনে এক উচ্চপর্যায়ের বৈঠকে মিলিত হন দপ্তরের আধিকারিকরা। পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের লক্ষ্য ও অভিপ্রায় হলো অতি দ্রুততার সাথে রাজ্যের প্রতিটি বাড়িতে নল বাহিত পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়া। আর সেই লক্ষ্যকে সামনে রেখেই এদিন রাজ্যের আট জেলার জল জীবন মিশন প্রকল্পের দ্রুত বাস্তবায়ন নিয়ে অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ এই প্রশাসনিক বৈঠক। দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর উপস্থিতিতে অনুষ্ঠিত এই বৈঠকে ছিলেন দপ্তরের সচিব কিরণ গিত্যে, দপ্তরের মুখ্য বাস্তুকার শ্যামলাল ভৌমিক, প্রকল্পের সাথে যুক্ত বিভিন্ন সার্কেলের তত্ত্বাবধায়ক বাস্তুকারেরা, বিভিন্ন ডিভিশনের নির্বাহী সহকারী বাস্তুকারেরা, এই প্রকল্পের কাজে যুক্ত রাজ্যের ও বহির রাজ্যের বিভিন্ন এজেন্সির প্রতিনিধিরা। বৈঠকে কাজের অগ্রগতি ও সমস্যার সম্পর্কে বিস্তারিতভাবে অবগত হয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করলেন মন্ত্রি সুশান্ত চৌধুরী। তিনি বলেন আগামী ডিসেম্বরের মধ্যে রাজ্যের অধিকাংশ পাড়াতে জলের ব্যবস্থা করতে হবে। যেভাবে কাজ চলছে তা প্রত্যাশিত নয়। নির্ধারিত এই সময়ের মধ্যে প্রতিটি বাড়িতে নল বাহিত পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে আধিকারিকদের। সরকার সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।