জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-রাষ্ট্রের উন্নয়নের ধারাকে বেগবান রাখতে কর আদায় প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপুর্ন ভুমিকা পালন করে থাকে। বৃহস্পতিবার রাজ্য অর্থ দপ্তরের ব্যবস্থাপনায় জি এস টি নিয়ে এক আলোচনা সভায় অংশ নিয়ে এই কথা বলেন রাজ্যের অর্থমন্ত্রী জিষ্ণু দেববর্মন।
হাপানীয়ার মেলা প্রাঙ্গনের কনফারেন্স হলে হয় এই সভা। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী ও রাজ্য অর্থ দপ্তরের উচ্চ আধিকারীক সহ কর সংগঠন গুলির পদাধিকারীরা। সেখানে বক্তব্য রাখতে গিয়ে জিষ্ণু দেব বর্মন বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি কর ব্যবস্থায় সংস্কার আনেন। লক্ষ্য ছিল, দেশের কর ব্যবস্থাকে এক করে উন্নয়নের মুল স্রোতে জনগণকে যুক্ত করা। পরিবর্তিত ব্যবস্থার সঙ্গে সরাসরি মানুষকে যুক্ত করে উন্নয়নের অংশীদার করার ভাবনা থেকেই প্রধানমন্ত্রী এই কর ব্যবস্থা চালু করেছেন।