জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-এলাকার তথা রাজ্যবাসির সুখ সমৃদ্ধির কামনা জানিয়ে আগরতলা রঞ্জিত নগর এলাকায় স্থানীয় জনগণ তৈরি করে নতুন একটি শিব মন্দিরের। যার আনুষ্ঠানিক সূচনা হলো বৃহস্পতিবার। বৈদিক নিয়ম মেনে কাশি থেকে আগত পণ্ডিতদের উপস্থিতিতে বিশেষ পূজার্চনার মধ্য দিয়েই এদিন শিব মন্দিরের শুভ রুদ্রাভিষেক। এই অনুষ্ঠানে এদিন বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পৌরনিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়িকা মিমি মজুমদার সহ আরো বিশিষ্টজনেরা। মন্দিরের শুভ সূচনাকে ঘিরে এলাকার ধর্মপ্রাণ মানুষদের মধ্যে এদিন লক্ষ্য করা গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনা।