Site icon janatar kalam

মুখ্যমন্ত্রীর হাত ধরে অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-কাজ করুন, এখুনি করুন দ্রুত করুন। গয়ং গচ্ছ মনোভাব যে মেনে নেবেন না তা স্পষ্ট ভাষায় জানান দিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বুঝিয়ে দিলেন, নতুন আভিধানিক ভাষা ডু ইট নাউ । বুধবার আই জি এম হাসপাতালে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে স্বাস্থ্য কর্তাদের উদ্দ্যেশ্যে দিলেন এই বার্তা। এদিন আইজি এমে আনুষ্ঠানিক ভাবে মুখ্যমন্ত্রীর হাত ধরে পথ চলা শুরু করল নয়া অক্সিজেন প্ল্যান্টের। সকলের জন্য উন্মুক্ত করে দিলেন নতুন সাজে সেজে উঠা হাসপাতাল চত্বরের ভিতরে থাকা জলাশয়। দৃষ্টিনন্দন এই জলাশয়ের নতুন সাজ সকলকেই মনোরম পরিবেশ উপহার দিতে সক্ষম হবে বলে মনে করছেন পরিবেশ প্রেমীরা। অক্সিজেন প্ল্যান্টের উদ্ভোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, রোগী কল্যান সমিতির চেয়ারম্যান বিধায়ক দিলীপ দাস। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, আই জি এম হাসপাতালে গড়ে উঠা এই অক্সিজেন প্ল্যান্টটি উত্তর পুর্বাঞ্চলের মধ্যে সর্ববৃহৎ। তিনি এদিন হাসঅপাতালের ভিতরের ব্যবস্থাপনা নিয়ে উস্মা প্রকাশ করে বলেন, ব্যবস্থাপনা যতটুকুই রয়েছে তার সঠিক ও বিজ্ঞান সন্মত ব্যবহার হওয়া চাই। তিনি আরো বলেন, সরকার যেহেতু আছে কাজ তো করতেই হবে। পরিকাঠামো তৈরি করেই দায়িত্ব খালাস করে নেওয়া যায়না। যাদের জন্য এই ব্যবস্থাপনা তাদের আস্থা অর্জন করাই হবে আসল কাজ। মানুষের আস্থা অর্জন করতে না পারলে পরিকাঠামো উন্নয়ন করে কি হবে? এই দিকটিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখার জন্য হাসপাতালের আভ্যন্তরীন প্রশাসনকে একেবারে চোখে আঙ্গুল দিয়ে পথ বাতলে দেন তিনি।

Exit mobile version