Site icon janatar kalam

কেন্দ্র ও রাজ্যের সরকার ইতিমধ্যেই বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে মহিলাদের স্বার্থে :রাজিব ভট্টাচার্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-স্বাস্থ্য দপ্তরের অধীনে কর্মরত আশা কর্মীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা লক্ষ্যে আগরতলা নজরুল কলা ক্ষেত্রে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা। বিবেকানন্দ বিচার মঞ্চ আয়োজিত এই আলোচনা সভার উদ্বোধন করেন বিচার মঞ্চের সভাপতি তথা প্রদেশ বিজেপির সহ-সভাপতি রাজীব ভট্টাচার্য। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত সহ বিবেকানন্দ বিচার মঞ্চের রাজ্য নেতৃত্ব।এদিনের এই আলোচনা প্রসঙ্গে রাজিব ভট্টাচার্য সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন রাজ্য সরকার মহিলাদের শশক্তিকরনের লক্ষ্যমাত্রা নিয়েছে। কেন্দ্র ও রাজ্যের সরকার ইতিমধ্যেই বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে মহিলাদের স্বার্থে। সরকারের গৃহীত সিদ্ধান্তগুলিকে কিভাবে বাস্তবায়িত করা এবং আশা কর্মীদের চলমান সমস্যাগুলি নিয়ে আলোচনা করতেই এই সভার আয়োজন।

Exit mobile version