Site icon janatar kalam

জিএসটি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-খাদ্যদ্রব্য সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর চাপানো বর্ধিত জিএসটি বাতিল করার দাবিতে এবার রাস্তায় নামল সিপিআইএম দলের নেতাকর্মী সমর্থকরা। অবিলম্বে বর্ধিত জিএসটি বাতিলের দাবিতে আগরতলা শহরে সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে সংগঠিত হয় মিছিল সভা। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই আয়োজিত এদিনের এই প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন পার্টির জেলা কমিটির সম্পাদক রতন দাস। মঙ্গলবার আগরতলা মেলার মাঠ থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল প্রসঙ্গে সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন, সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের উপর সরকার জিএসটি চাপিয়েছে পাঁচ শতাংশ থেকে ১৮ শতাংশ। সরকারের কোষাগারে যে ঘাটতি তা পূরণ করার জন্যই নাকি এই জিএসটি বৃদ্ধি। এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তুলেন সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় কেন যারা কর্পোরেট পুজিপতি তাদের উপর কেন আরোপ করেন না। বরং তাদের উপর থেকে ট্যাক্স কমিয়ে দিচ্ছেন। এতে করে লাখো লাখো কোটি টাকা ধনীদের ছাড় দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধেই এই প্রতিবাদ। অবিলম্বে সাধারণ মানুষের কাছ থেকে এই জিএসটি প্রত্যাহার করতে হবে।

Exit mobile version