Site icon janatar kalam

এডভোকেট জেনারেলের ভোটাধিকার বৈধ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
ত্রিপুরা হাইকোর্টের বার নির্বাচন নিয়ে জোরদার ধাক্কা খেল রাজ্যের বিরোধী দল সিপিআইএম।রাজ্যের এডভোকেট জেনারেলের নির্বাচনে ভোটাধিকারের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন খারিজ করল ত্রিপুরা হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি অমরনাথ গৌড়ের সিংগেল বেঞ্চ এডভোকেট প্রশান্ত কুমার পাল সহ আরো বেশ কয়েকজনের দায়ের করা মামলাটি খারিজ করে দিলে অ্যাডভোকেট জেনারেল সিদ্ধার্থ শংকর দে এর বার নির্বাচনে ভোটদানে আর কোন বাধা রইল না। এডভোকেট জেনারেলের ভোটাধিকারকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতের আইনজীবী প্রশান্ত কুমার পাল সহ আরো বেশ কয়েকজন আইনজীবী হাইকোর্টের রিট পিটিশন দাখিল করে। বিচারপতি অমরনাথ গৌড় এর সিঙ্গেল বেঞ্চে মামলাটি উঠলে গত সপ্তাহে এই মামলার চূড়ান্ত শুনানির কাজ শেষ হয়। এই মামলায় এডভোকেট জেনারেলের হয়ে আদালতে সাওয়াল করেন এডভোকেট শংকর লোধ। বিচারপতি দুই পক্ষের বক্তব্য শোনার পর শুনানির শেষে মঙ্গলবার এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেন। তাতে আইনজীবী প্রশান্ত কুমার পাল ও অন্যান্য আইনজীবীদের রিট পিটিশন বিচারপতি খারিজ করে দেয়। ফলে ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে এডভোকেট জেনারেলের ভোটদানে আর কোন বাধা রইল না। বিচারপতির চূড়ান্ত রায় ঘোষণার পরে অ্যাডভোকেট জেনারেল এর পক্ষের আইনজীবী সংকর লোধ আদালত চত্বরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান।

Exit mobile version