Site icon janatar kalam

এডিসি ভিলেজ নির্বাচনের নির্দেশ উচ্চ আদালতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-এডিসির ভিলেজ কমিটির নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল উচ্চ আদালত । আগামী নভেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়। তিপ্রামথার তরফে উচ্চ আদালতে ভিলেজ কমিটি নিয়ে জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ রাজ্য নির্বাচন দপ্তরকে এই নির্দেশ জারি করে।গত বেশ কিছুদিন আগে তিপ্রামথার তরফে উচ্চ আদালতে ভিলেজ কমিটির নির্বাচন নিয়ে জনস্বার্থে একটি মামলা দায়ের করা হয়। আদালত মামলাটি হাতে নিয়ে তার শুনানি শুরু করে। উচ্চ আদালতের প্রধান বিচারপতির নেতৃত্বে ডিভিশন ব্যাঞ্চ সম্প্রতি এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করে। এডিসির ভিলেজ কমিটির নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দেয় উচ্চ আদালত। আগামী নভেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করার জন্য রাজ্য নির্বাচন দপ্তরকে নির্দেশ জারি করে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার এমনটাই জানালেন তিপ্রামথার কেন্দ্রীয় নেতৃত্ব এন্টনি দেববর্মা।

Exit mobile version