জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-রাজ্যে অস্বাভাবিক হারে বাড়ছে করোণা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোণায় আক্রান্ত হলেন ৪৭৭ জন। এই খবর জনসম্মুখে উঠে আসতেই নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে সচেতন নাগরিকদের মধ্যে। এই অবস্থায় প্রায় প্রত্যেক দিন জনগণকে সচেতন করার অনবদ্য প্রয়াস গ্রহণ করা হল আগরতলার ৮ নং বড়দোয়ালী মন্ডলের পক্ষ থেকে। মঙ্গলবার আগরতলার ব্যস্ততম শকুন্তলা রোড, কামান চৌমুহনী, পোস্ট অফিস চৌমুহনী সহ আশপাশের বিভিন্ন জনবহুল ব্যাস্ততম এলাকাগুলিতে করোনা সচেতনতার উপর গুরুত্ব প্রদান করে জন সাধারণের মধ্যে মাক্স ও সেনিটাইজার বিতরণ করা হয়। এই কর্মসূচি প্রসঙ্গে বড়দোয়ালী মন্ডল সভাপতি সঞ্জয় সাহা জানান করোনার চতুর্থ ঢেউ রাজ্যেও এসে পড়েছে। এই করোনায় আক্রান্ত হবার খবরও সামনে আসছে। সেই দিকে লক্ষ্য রেখে ৮ নং বড়দোয়ালী মন্ডলের পক্ষ থেকে মাস্ক ও সেনিটাইজার বিতরণ করছেন। এই কার্যক্রম ওয়ার্ড স্তরে এবং বুথ স্তরেও করা হবে বলে জানান তিনি। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌর নিগমের মেম্বার ইন কাউন্সিল রত্না দত্ত।