জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-বেকার যুবকদের কর্মসংস্থান সহ বিভিন্ন দাবিতে প্রদেশ যুব কংগ্রেসের গণ অবস্থান অব্যাহত। আগরতলা সিটি সেন্টারের সামনে ৭২ ঘন্টার এই গণ অবস্থানের দ্বিতীয় দিন উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া যুব কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট আশুতোষ চ্যাটার্জী। রাজ্যের যুবকদের স্বার্থে যুব কংগ্রেসের আন্দোলন আগামী দিনেও অব্যাহত থাকবে বলে এদিন জানালেন যুব কংগ্রেসের রাজ্যের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ শ্রী চ্যাটার্জী।
মঙ্গলবার গণ অবস্থান মঞ্চে বসেই শ্রী চ্যাটার্জি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন, একদিকে কর্মসংস্থান নেই। অন্যদিকে জিনিসপত্রের দাম বাড়ছে। এতে করে বেকাররা দিশেহারা। ডবল ইঞ্জিনের সরকার ডবল ফাঁকি দিচ্ছে। ত্রিপুরার যুবকদের স্বার্থের দিকে তাকিয়েই এই লড়াই সংগ্রাম। তিনি আরো বলেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব ত্রিপুরা নিয়ে তৎপর।