Site icon janatar kalam

সচেতনতামূলক দৌড়

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-বিভিন্ন বিষয়ে বেকারদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রাজ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো সচেতনতামূলক দৌড়। শিল্প ও বাণিজ্য দপ্তরের উদ্যোগে আয়োজিত স্কিল ফর রান কর্মসূচির উদ্বোধন করলেন দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা। সোমবারের এই দৌড়ের সূচনা অনুষ্ঠানে দপ্তরের মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন দপ্তরের প্রধান সচিব অভিষেক চন্দা সহ অন্যান্যরা। সচেতনতামূলক এই দৌড় এদিন নেতাজি চৌমুনী থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে পুনরায় একই জায়গায় মিলিত হয়। এই কর্মসূচি প্রসঙ্গে এদিন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মন্ত্রী শ্রীমতি চাকমা বলেন দেশ ও রাজ্যের যুবকদের আরো কিভাবে বেশি দক্ষতা করে তুলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই লক্ষ্যে যুবদের মধ্যে একটা বিশেষ বার্তা দিতেই এই আয়োজন।

Exit mobile version