জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-নির্বাচন কমিশনের নির্দেশে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দিল্লি থেকে রাজ্যে নিয়ে আসা হলো ব্যালট বক্স। নির্বাচনের কাজে নিযুক্ত রিটার্নিং অফিসার সহ অন্যান্য কর্মীরা কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ব্যালট বাক্স সহ অন্যান্য সামগ্রী নিয়ে রাজ্যে এলেন। বিধানসভা ভবনে নির্দিষ্ট স্ট্রংরুমে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে রাখা হয়েছে এই ব্যালট বক্স। আগামী ১৮ জুলাই দেশের ১৫ তম রাষ্ট্রপতি নির্বাচন।
রাজ্যের বিধায়ক ও সাংসদ মিলে মোট ৬৩ জন প্রতিনিধি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন। ভোট হবে ব্যালট বাক্সে। বিধানসভা ভবনে সেদিন সকাল দশটা থেকে শুরু হবে ভোট গ্রহণ প্রক্রিয়া। চলবে বেলা ৫ টা পর্যন্ত। রাজ্যের ভোটারদের ভোট নিতে বুধবার নির্বাচন কমিশন নিযুক্ত রিটার্নিং অফিসারের নেতৃত্বে ভোট কর্মীরা কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ভোট সামগ্রী নিয়ে এলেন রাজ্যে। ১৮ জুলাই ভোট গ্রহণ শেষ হবার পর ১৯ জুলাই সকালে ব্যালট বক্স নিয়ে যাওয়া হবে দিল্লিতে।