জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-রাজ্যের জনগণের কল্যাণে বিভিন্ন প্রকল্পে নাবার্ডকে আরো বেশি করে এগিয়ে আসার আহবান করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি জানান রাজ্যের গ্রামীণ এলাকার জনগণের কল্যাণে বিশেষ ভাবে কাজ করে চলেছে নাবার্ড। এর ফলে বিশেষ করে রাজ্যের গ্রামীণ এলাকার জনগণের আর্থ সামাজিক দিকের উন্নয়ন হবে। নাবার্ডের ৪১ তম প্রতিষ্ঠা দিবসে যোগদান করে তাদের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের জন্য ধন্যবাদও জ্ঞাপন করেন তিনি।
আগরতলা রবীন্দ্র ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা আরো বলেন নাবার্ডের হাত ধরেই সেলফ হেল্প গ্রুপের যাত্রা শুরু হয়। যাকে বলা হয় বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মাইক্রফাইনান্স প্রকল্প। আর এই প্রকল্প তাদের হাত ধরেই চলা শুরু করে। নাবার্ড অনেক ক্ষেত্রে সাহায্য করেছে বলেও উল্লেখ করেন তিনি। তবে রাজ্যের ক্ষেত্রে নাবার্ডের ভুমিকাও তিনি এদিন উল্লেখ করেন। বলেন গ্রামীণ এলাকায় পরিকাঠামোগত উন্নয়ন এবং বিশেষ করে কৃষি ক্ষেত্র, সামাজিক ক্ষেত্রের উন্নয়ন এই সব ক্ষেত্রে নাবার্ড কাজ করে চলেছে। রাজ্য সরকারকেও নাবার্ড আর্থিক ভাবে বিভিন্ন ভাবে সাহায্য করে আসছে। এই প্রসঙ্গে তিনি এই দিন বলেন সরকারকে সাহায্য মানে রাজ্যের জনগণকেই সাহায্য করা।