Site icon janatar kalam

মহাকরণে কাজের পরিবেশ দেখলেন মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-মহাকরণে কাজের পরিবেশ কেমন । কর্মীরা কেমন কাজ করছে, কোন সমস্যা রয়েছে কি না এই সব বিষয় নিজের চোখে বিভিন্ন দপ্তরের অফিস রুমে গিয়ে গিয়ে সচক্ষে পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মঙ্গলবার মহাকরণে দায়িত্বপ্রাপ্ত চিফ সেক্রেটারি এবং অন্যান্য আধিকারিকদের নিয়ে প্রতিটি দপ্তরের অফিস পরিদর্শন করে উপস্থিত কর্মীদের সাথে মত বিনিময় করেন তিনি। প্রসঙ্গত মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর রাজ্যের এই প্রানকেন্দ্রে কর্মীরা কেমন ভাবে কাজ করছে তা নিজের চোখে মহাকরণের বিভিন্ন দিক ঘুরে ঘুরে দেখেন তিনি। এদিন মুখ্যমন্ত্রীর এই পরিদর্শন কালীন সময় বেশ কয়েকজন মহিলা উনার সামনে এসে হাজির হন এবং মুখ্যমন্ত্রিকে কাছে পেয়ে তাদের সমস্যার কথা তুলে ধরেন। এই ঘটনায় তিনি অবগত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে তাদের আশ্বাস দেন। মুখ্যমন্ত্রীর এই আচমকা বিভিন্ন অফিস রুমে সরেজমিনে পরিদর্শনের ফলে কর্মীদের মধ্যে বেশ তৎপরতা দেখা দেয়। তিনি এদিন কর্মীদের কাছ থেকে সরাসরি বিভিন্ন কিছু জানতে চান। প্রসঙ্গত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও মাঝে মাঝে হঠাৎ মহাকরনের বিভিন্ন অফিস রুমে গিয়ে হাজির হয়ে কর্মীদের কাজের ব্যাপারে সব কিছু জানার চেষ্টা করতেন। এমন চিত্র বিগত দিনেও সামনে এসেছে। অনেকে মনে করছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহারও এই ধরনের আচমকা পরিদর্শনের ফলে সেই দিকটি যেন পুনরুজ্জীবিত হল।

Exit mobile version