জনতার কলম ত্রিপুরা বিলোনিয়া প্রতিনিধি:-শিক্ষক নিয়োগের দাবিতে আবারো পড়ুয়াদের রাস্তা অবরোধ। এবারের ঘটনা বিলোনিয়া শ্রীনগর সড়কের মতাই এলাকায়। টানা ২ ঘন্টা অবরোধ চলার পর ঘটনাস্থলে ছুটে আসেন প্রশাসনিক আধিকারিকরা। পরে তাদের আশ্বাস পেয়ে আন্দোলন প্রত্যাহার করে নেয় ছাত্রছাত্রীরা। অবরোধের জেরে রাস্তার দুই পাশে আটকে পড়ে বহু । খানিকটা দেরিতে হলেও অবরোধ প্রত্যাহার করে নেওয়ায় স্বস্তিতে যান চালকরা।ঘটনা বিলোনিয়া শ্রীনগর সড়কের মতাই এলাকায়। মতাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শিক্ষকের স্বল্পতার কারণে পড়াশুনা লাটে উঠায় ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা পর্যাপ্ত সংখ্যক শিক্ষকের দাবিতে সোমবার সকাল আটটা থেকে বিলোনিয়া টু শ্রীনগর রাস্তা অবরোধ করে স্কুলের ছাত্র ছাত্রীরা। তাদের একটাই দাবি শিক্ষকের স্বল্পতা দূর করা। হাতে প্লে কার্ড নিয়ে এদিন ছাত্র-ছাত্রীরা ব্যস্ততম সড়কের মাঝ পথেই বসে পড়েন দাবি আদায়ের লক্ষ্যে। শিক্ষকের দাবিতে ছাত্রছাত্রীদের ব্যস্ততম সড়ক অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ, শাসক দলের ঋষ্যমুখ মন্ডল সভাপতি শুশঙ্কর ভৌমিক ও জেলা শিক্ষা আধিকারিক। তারা ছাত্র ছাত্রীদের সাথে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিলে দীর্ঘ প্রায় দুই ঘন্টা বাদে অবরোধ প্রত্যাহার করে নেয় শিক্ষার্থীরা। এদিনের এই অবরোধের জেরে রাস্তার দুই পাশে আটকে পড়ে বহু যানবাহন। এতে করে চরম দুর্ভোগে পড়েন সাধারণ নাগরিকরা।