জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী একজন বিশিষ্ট দন্ত চিকিৎসক। ফলে স্বাভাবিকভাবেই দন্ত চিকিৎসকদের কলেজ স্থাপনের দাবি এবার নতুন করে জোরালো হয়ে উঠলো। রবিবার সকালে আগরতলায় আই ও এস মেম্বার্স অফ ত্রিপুরার উদ্যোগে এবং ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন ত্রিপুরা রাজ্য শাখার সহযোগিতায় আয়োজিত সচেতনতামূলক কর্মসূচিতে কলেজ স্থাপনের দাবি আবারো উঠে এলো।উজ্জয়ন্ত প্রাসাদের সামনে আয়োজিত সচেতনতামূলক কর্মসূচির সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দন্ত চিকিৎসকরা দাবি জানান রাজ্যবাসীর স্বার্থে একটি ডেন্টাল কলেজ স্থাপনের। পরে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে দন্ত চিকিৎসকদের এই দাবির প্রতি মান্যতা দিয়ে বলেন, রাজ্যে খুব শীঘ্রই স্থাপন করা হবে একটি ডেন্টাল কলেজ।