Site icon janatar kalam

শক্তি বৃদ্ধি করতে জোর দিয়েছে নিজ এলাকায় মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-: সংগঠনকে আরো শক্তিশালী করার উপর জোর দিলেন বিজেপি নেতৃত্ব ।শনিবার মজলিশপুর বিধানসভা এলাকার মন্ডলের বিভিন্ন স্তরের নেতৃত্বদের নিয়ে মত বিনিময় শভা করেন এলাকার বিধায়ক সুশান্ত চৌধুরী । লক্ষ্য ২০২৩ বিধানসভা নির্বাচন। হাতে সময় আর বেশি নেই ।মাত্র কয়েক মাস। তাই এর আগে সংগঠনকে আরো সাজাতে এবং শক্তি বৃদ্ধি করতে জোর দিয়েছে বিজেপি নেতৃত্ব । বিভিন্ন মন্ডলে চলছে সাংগঠনিক কর্মসূচি শনিবার জিরানিয়া অগ্নিবীণা হলে হয় মজলিশপুর বিধানসভা এলাকার মণ্ডল স্তরের বিভিন্ন নেতাদের নিয়ে মতবিনিময় সভা।সেই বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা তথ্য-সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ডল সভাপতি সহ অন্যান্যরা

Exit mobile version