Site icon janatar kalam

আগরতলা জগন্নাথ পার্কে গঙ্গা পূজা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-রাজধানী আগরতলার জগন্নাথ জিউ মন্দির সংলগ্ন জগন্নাথ পার্কে ঘিরে স্থানীয় কিছু বিশিষ্ট ব্যক্তি তৈরি করে শ্রী শ্রী জগন্নাথ রিক্রিয়েশান ফোরাম। মূলত সাধারণ মানুষকে সুস্থ রাখার লক্ষ্যে যোগাসন ও সাঁতার শেখানো হলো এই সংগঠনের অন্যতম উদ্দেশ্য ও কাজ। তাই এই ফোরামের উদ্যোগে শনিবার জগন্নাথ পার্কে আয়োজন করা হয় গঙ্গা পূজার। ধর্মীয় রীতিনীতি মেনে একপ্রকার উৎসবের আমেজেই এদিন অনুষ্ঠিত হয় এই পূজা। গঙ্গা পূজাকে ঘিরে ফোরামের সদস্যদের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনা।

Exit mobile version