জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-রাজ্যের স্কুল-কলেজ গুলিতে সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে শিক্ষা ব্যবস্থা। নানা সমস্যায় ভুগছেন ছাত্র-ছাত্রীরা। তাই সমস্যা সমাধানের দাবিতে প্রতিনিয়তই বাধ্য হয়ে পড়ুয়ারা রাস্তায় নামছেন। কলেজ গুলিতে তৈরি হয়েছে এক অরাজকতা। চক্রান্ত করেই বহিরাগত দিক দিয়ে কাউন্সিল দখল করে রাখা হয়েছে। শুক্রবার আগরতলায় প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন এন এস ইউ আই এর প্রদেশ সভাপতি সম্রাট রায়। সাংবাদিক সম্মেলনে ছাত্রনেতা শ্রী রায় কৈলাসহর রামকৃষ্ণ কলেজের সাম্প্রতিক কালের ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে নিরীহ ছাত্রছাত্রীদের উপর আক্রমণের ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে এদিন ছাত্রনেতা কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন না করার জন্য শিক্ষা দপ্তরের তীব্র সমালোচনা করেন। অবিলম্বে কলেজগুলিতে শান্তির পরিবেশ বজায় রেখে ছাত্র সংসদ নির্বাচন সম্পন্ন করার জন্য সংগঠন খুব শীঘ্রই হাইকোর্টের দারস্থ হবে। দেশের কোন রাজ্যে নেই কলেজগুলিতে ছাত্র সংসদ হচ্ছে না।। একমাত্র ব্যতিক্রম ত্রিপুরা। চক্রান্ত করে বহিরাগতদের দিয়ে কলেজগুলির ছাত্র সংসদ দখল করে রাখা হয়েছে। তাই বাধ্য হয়েই এবার সংগঠন হাইকোর্টের দ্বারস্থ হবে।