Site icon janatar kalam

উদয়পুর রেল স্টেশন পরিদর্শনে মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-উদয়পুর পঞ্চায়েত রাজ প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হয়েছে দুই দিনের ভারতীয় জনতা পার্টির কার্যকারিণী বৈঠক । এই বৈঠকে বিজেপির সমস্ত বিধায়ক ,মন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রী সহ রাজ্য কমিটির সদস্যরাও এই বৈঠকে অংশগ্রহণ করেন । বৃহস্পতিবার ছিল কার্যকারণী বৈঠকের সমাপ্ত দিন । এদিন সকালে উদয়পুর রেল স্টেশন পরিদর্শন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা । একই সাথে তিনি বৃক্ষ রোপণ কর্মসূচিতেও উদয়পুর রেল স্টেশনে অংশ নেন । এদিন মুখ্যমন্ত্রী ড: মানিক সাহা ঘুরে দেখেন উদয়পুরের রেল স্টেশন টিকে । সেইসাথে তিনি তার সৌন্দর্য উপভোগ করেন ও সুখসাগর জলার মনোরম প্রাকৃতিক দৃশ্য তিনি দেখতে পেয়ে মন মুগ্ধকর হয়ে উঠেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা বলেন , তিনি আগে শুনতে পেয়েছেন উদয়পুরের রেলস্টেশন খুবই সুন্দর। কিন্তু কখনো সময় হয়ে উঠেনি তা সরজমিনে দেখার জন্য। অবশেষে তিনি নিজে সেই সৌন্দর্য উপভোগ করতে সক্ষম হলেন।তিনি জানান মাতার বাড়ি মায়ের মন্দিরের আদলে তৈরি হয়েছে রেলস্টেশনের গম্বুজ যা খুবই সুন্দর । বহুলোক উদয়পুর রেল স্টেশনে ট্রেনে করে আসে বলে তিনি জানান । তাই আগামী দিন এই সুখসাগর জলায় কোন পর্যটন ক্ষেত্র গড়ে তোলা যায় কিনা তা নিয়ে রাজ্যের পর্যটন দপ্তরের মন্ত্রীর সাথে কথা বলবেন বলে তিনি জানিয়েছেন।

Exit mobile version