জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-এতদিন বাইরের রাজ্যগুলিতে শোনা যেত মাটিতে বসে যাওয়া বিল্ডিং এখন উপরে তোলা সম্ভব। বাইরের রাজ্যগুলিতে এই ধরনের বেশ কিছু প্রমাণ রয়েছে। হরিয়ানার একটি বেসরকারি কোম্পানি মাটিতে বসে যাওয়া বিল্ডিং উপরে তোলার কাজ করে। এমনভাবে মাটিতে এক সাইডে বসে যাওয়া দালান ঘরও সোজা করার কাজ করে তারা। তাদের এই কাজ করার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। এই কোম্পানির কথা জানতে পেরে আগরতলা বনমালী পুর এলাকার এক ব্যক্তি তাদেরকে ভাড়া করে এনেছেন তার নিজের মাটিতে বসে যাওয়া বিল্ডিংটি সোজা করে উপরে তোলার জন্য। কোম্পানি এই কাজে নেমে পড়েছে বৃহস্পতিবার। জ্যাক বসিয়ে এই বিল্ডিংটি সোজা করা হবে বলে জানিয়েছেন এই বেসরকারি কোম্পানির এক ইঞ্জিনিয়ার। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে প্রয়োজনে কোনো বিল্ডিং এক জায়গা থেকে তুলে 10 থেকে 60 ফুট দূরত্ব পর্যন্ত শিফটিং এর কাজও করে থাকে তারা। বিল্ডিং এর পজিশন দেখে তারা তাদের কাজের রেইট ঠিক করে। বনমালীপুর এলাকায় যে বিল্ডিংটি মাটি থেকে উপরে তোলার কাজ করছে তারা, সেই বিল্ডিংটি মাটির উপরে তুলতে তারা প্রতি স্কয়ার ফুট 300 টাকা করে নিচ্ছে।