জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-রোটারি ক্লাব অফ আগরতলা ক্যালেন্ডার সূচী অনুযায়ী নতুন বছরে আয়োজন করে নানা কর্মসূচি। এর মধ্যে অন্যতম হলো রক্তদান শিবির। পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার আগরতলায় সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয় এক মেগা রক্তদান শিবিরের। এদিনের এই শিবিরের উদ্বোধন করেন রামকৃষ্ণ মঠ ও মিশনের আগরতলা শাখার সম্পাদক শুভাকারানন্দ মহারাজ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রক্তদানের গুরুত্ব তুলে ধরে এদিন মহারাজ বলেন রক্তের কোন জাত ধর্ম বর্ণ কিছু নেই। রক্ত হল জীবন দান। এর কোন বিকল্প নেই। তাই প্রত্যেককেই এই ধরনের কর্মসূচিতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।