Site icon janatar kalam

শহীদ পরিবারের পাশে বিপ্লব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-সম্প্রতি মনিপুরে প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ভূমিধ্বসে শহীদ হয়েছেন রাজ্যের দুই জোয়ান। এরা হলেন বিশালগড়ের সঞ্জয় দেবনাথ এবং কল্যাণপুরের প্রশান্ত দেব। ইতিমধ্যেই রাষ্ট্রীয় মর্যাদায় তাদের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন। ভূমিধ্বসে রাজ্যের দুই সন্তানের শহীদ হওয়ার ঘটনায় শোকাহত গোটা রাজ্যের মানুষ।মঙ্গলবার শহীদ সেনা জওয়ান সঞ্জয় দেবনাথের শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে তার বাড়িতে ছুটে গেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।তিনি শহীদের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন এবং পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে এদিন কান্নায় ভেঙে পড়েন শহীদ জোয়ানের পরিবারের সদস্যরা। প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে এদিন শহীদ পরিবারের সদস্যরা বেঁচে থাকার প্রশ্নে শহীদের স্ত্রীকে একটি সরকারি চাকরির ব্যবস্থা করে দেওয়ার দাবি জানান। প্রাক্তন মুখ্যমন্ত্রী তাদের দাবির প্রতি সহমত পোষণ করে বিষয়টি নিয়ে রাজ্য সরকারের সাথে কথা বলার আশ্বাস দেন। একই সাথে
আগামী দিনে সমস্ত ধরনের সরকারি সাহায্যের জন্য পরিবারটির পাশে থাকার বার্তা দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যে তিনি মনিপুরের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। ঘটনা সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন। আকস্মিক এই ঘটনায় তিনি শোকাহত। শহীদ জওয়ানের পরিবারের পাশে তিনি সর্বদা রয়েছেন বলেও জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী।তাছাড়াও প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিশালগড় পুর পরিষদের ভাইস চেয়ারম্যান সুশান্ত দেবকে নির্দেশ দেন সর্বদা পরিবারটির খোঁজ খবর রাখতে। এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পাশে পেয়ে শহীদ জওয়ানের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। শহিদ জোয়ানের পরিবারের সদস্যদের সমবেদনা জানানোর সময় প্রাক্তন মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন বিজেপি সিপাহীজলা জেলা উত্তরের সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, বিশালগড় মন্ডল সভাপতি সুশান্ত দেব, গোলাঘাটি মন্ডল সভাপতি রামকৃষ্ণ সাহা সহ বিজেপি দলের কার্যকরতারা।

Exit mobile version