Site icon janatar kalam

পুলিশকে স্মারকলিপি চাকুরিচ্যুত দের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-আগরতলায় পশ্চিম জেলার পুলিশ সুপারের সঙ্গে মিলিত হন রাজ্যের চাকুরীচ্যুত ১০৩২৩ এর শিক্ষক-শিক্ষিকাদের এক প্রতিনিধি দল। তাদের দাবী,সদ্য সমাপ্ত চার কেন্দ্রের উপভোটের ফল ঘোষনার পর দুস্কৃতী হামলার শিকার হন তারা। অতীতেও একইভাবে আক্রান্ত হয়েছিলেন চাকুরীচ্যুতরা। অভিযোগ, বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকাদের বাড়ী ঘরে ঢুকে দুস্কৃতীকারীরা ব্যপক ভাঙচুর সহ নিধন পর্ব চালিয়েছে। হয়েছে প্রাণঘাতী হামলাও। ঠিক কি কারনে তারা ঐ হামলার শিকার তা ঘিরে দেখা দিয়েছে গভীর রহস্য। তাদের অভিযোগ, এই সন্ত্রাসের শিকার হয়ে আক্রান্ত চাকুরীচ্যুতরা জীবন সংশয়ে ভুগছেন। কি তাদের অপরাধ ? আর কেনই বা মরার উপর খাড়ার ঘা? ঠিক এই প্রশ্ন নিয়ে সোমবার নিজেদের সামাজিক নিরাপত্তার দাবী জানিয়ে পুলিশ সুপারের দ্বারস্ত হলেন তারা। চাকুরীচ্যুতদের সামগ্রিক নিরাপত্তা বিধানে পুলিশ সুপারকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে, প্রতিনিধিরা এই দাবীই পুলিশ সুপারকে তুলে ধরেন এদিন। সংবাদমাধ্যমের সামনে কথা বলতে গিয়ে চাকুরীচ্যুতদের সংগঠনের নেত্রী ডালিয়া দাস তুলে ধরেন তাদের জীবন যন্ত্রণার সঙ্গে নতুন আক্রমনের করুণ কাহিনী। তার জিজ্ঞাসা, জীবন যেখানে অবরুদ্ধ সেখানে আবারো কেন এই মরার উপর খাড়ার ঘা? আমরা যাবো কোথায়? কেউ কি বলতে পারবেন ? এই ভাবনায় কিন্তু ভাবাচ্ছে নতুন করে।

Exit mobile version