জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- টেট পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে একসাথে নিয়োগের দাবিতে শিক্ষা মন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখাল চাকুরী প্রত্যাশী বেকার যুবক-যুবতীরা। বেশ কিছু সময় বিক্ষোভ চলার পর টেট উত্তীর্ণ বেকারদের এক প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রীর সাথে দেখা করে তাদের দাবি তুলে ধরেন। শিক্ষামন্ত্রী তাদের দাবি মেনে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বিক্ষোভ ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করে নেয় বেকার যুবক-যুবতীরা।রাজ্যের সরকারি স্কুলগুলিতে শিক্ষক স্বল্পতা দূরীকরণের লক্ষ্যে সর্বশেষ টেট পরীক্ষার ফলাফল গত বেশ কিছুদিন আগেই ঘোষণা করা হয়। এমনকি উত্তীর্ণ বেকার যুবক-যুবতীদের হাতে তুলে দেওয়া হয় শংসাপত্রও। আর এই শংসাপত্র হাতে পেয়ে প্রতিনিয়তই চাকরির দাবিতে ময়দানে নামছেন বেকার যুবক-যুবতীরা। শুধু তাই নয়, স্কুলগুলিতে পঠন-পাঠন স্বাভাবিক রাখতে টেট পরীক্ষায় উত্তীর্ণ সমস্ত বেকার যুবক-যুবতীদের একসাথে নিয়োগ করারও দাবি জানান তারা। এই দাবি নিয়ে আরো একবার রাস্তায় নামলেন চাকুরী প্রত্যাশী বেকার যুবক-যুবতীরা। শনিবার আগরতলায় শিক্ষা মন্ত্রীর বাসভবনের সামনে তারা বিক্ষোভ ঘেরাও কর্মসূচি সংঘটিত করে এই দাবি আদায়ের লক্ষ্যে। বেশ কিছু সময় আন্দোলন চলার পর বেকার যুবক-যুবতীদের এক প্রতিনিধি দল শিক্ষামন্ত্রীর সাথে দেখা করে তাদের দাবি তুলে ধরে। শিক্ষামন্ত্রী বেকারদের আশ্বাস দেন আগেই কিছু সংখ্যক অফার ছাড়া হবে। বাকিদের পর্যায়ক্রমে নিয়োগ করার জন্য মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবেন তিনি। এই আশ্বাস পেয়ে এদিন আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নেন টেট উত্তীর্ণ বেকার যুবক-যুবতীরা।এদিকে টেট উত্তীর্ণ বেকার যুবক-যুবতীদের চাকুরী প্রসঙ্গে শিক্ষামন্ত্রী সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন, সরকার চেষ্টা করছে প্রত্যেককে নিয়োগ করার জন্য। ইতিমধ্যেই ৬০০ জনকে নিয়োগ করার জন্য অর্থ দপ্তরের অনুমোদন পাওয়া গেছে। পূজার আগেই তাদেরকে নিয়োগ করা হবে। একসাথে সবাইকে চাকুরী দেওয়ার বিষয়টি কোন অবস্থাতেই সম্ভব নয়। তাই বাকিদের নিয়োগ করার জন্য মুখ্যমন্ত্রী রাজ্যে ফিরে আসলেই আলোচনা হবে।