Site icon janatar kalam

রাজ্যে এসেছে প্রদেশ কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রবিবার রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল ঘোষণার পর বেশ কয়েকটি জায়গায় হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। আহত মাথায় রাজ্য কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। একাধিক জায়গায় কংগ্রেস ভবনে আগুন দেওয়া হয়েছে। ভাংচুর চালানো হয়, তারই পরিপ্রেক্ষিতে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর নির্দেশে সোমবার তিন সদস্যের একটি সংসদীয় দল আগরতলায় পৌঁছেছে। দলে রয়েছেন সাংসদ ডাঃ নাসিরউদ্দিন হোসেন, লোকসভা কংগ্রেস সংসদীয় দলের নেতা অধীর রঞ্জন চৌধুরী, লোকসভা সংসদীয় দলের উপনেতা গৌরব গগৈ, কংগ্রেস ত্রিপুরার ইনচার্জ ডঃ অজয় ​​কুমার এবং কংগ্রেস নেত্রী সারিতা লিফলাং।

Exit mobile version