জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রবিবার প্রদেশ কংগ্রেস কার্যালয়ে উপনির্বাচনের ফলাফলের পর এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এদিনের সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন ত্রিপুরায় সন্ত্রাস মোকাবিলায় দিশা নির্ধারণে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলিকে একমঞ্চে চাইছে কংগ্রেস বলে জানান। তাঁর দাবি, ত্রিপুরায় গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে। গণতন্ত্র পুনরুদ্ধারে একজোট হতেই হবে। তাছাড়া এদিন তিনি আরও বলেন, এই পরিস্থিতি মোকাবিলায় পথ খুঁজে বের করতে হবে। সন্ত্রাস ইস্যুতে খুব শীঘ্রই সমস্ত বিরোধীদের সাথে আলোচনার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। ওই পরিস্থিতি মোকাবিলায় দিশা নির্ধারণে বৈঠক করতে হবে বলে অভিমত ব্যাক্ত করেন তিনি।