Site icon janatar kalam

তিপ্রামথাতে যোগ দিচ্ছে পৃথক তিপ্রাল্যান্ডের আন্দোলনকারী সৈনিকরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শনিবার রাজধানীর আগরতলা প্রেসক্লাবে পৃথক তিপ্রাল্যান্ড নিয়ে আইপিএফটির পতাকা তলে আন্দোলন করে আসা সৈনিকরা এক সাংবাদিক বৈঠকে মিলিত হন। এদিন বৈঠকে এরা দলের প্রধান এনসি দেববর্মার বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন, এরা বলেন দীর্ঘদিন ধরেই পৃথক তিপ্রাল্যান্ডের দাবি নিয়ে আন্দোলন করে আসছে আইপিএফটি। 2018 বিধানসভা নির্বাচনে বিজেপির জোট শরিক হওয়ার সময়ও একই দাবিতে অনর ছিলেন দল। কিন্তু আইপিএফটি প্রধান এনসি দেববর্মা মন্ত্রিত্ব পদ পাওয়ার পর থেকেই দাবী থেকে পিছপা হতে শুরু করেছেন বলে অভিযোগ তাদের, কেননা পৃথক তিপ্রা ল্যান্ডের দাবি নিয়ে সাংগঠনিক বৈঠক বারংবার আলোচনা করা হলেও বিধানসভা অধিবেশনে এই দাবি তুলা থেকে বিরত থাকেন মন্ত্রী এমসি দেববর্মা, তাই তারা এখন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবিকে সমর্থন জানিয়ে তিপ্রামথাতে যোগদান দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

Exit mobile version