জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শুক্রবার ভারী বর্ষনের ফলে বানভাসী হয়ে উঠে শহর আগরতলা। যার ফলে দুর্ভোগের শিকার হয় উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকার মানুষজন। তা লক্ষ্য করে শুক্রবার ময়দানে নেমে পড়েন রাজ্যের তথ্য-সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং এদিন তিনি জানান ভারী বর্ষণের কারণে বিপর্যস্ত বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের প্রশাসনের তরফে যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধার করা হচ্ছে। বন্যা দুর্গতদের উদ্ধার করে এখন অস্থায়ী ত্রাণ শিবিরে রাখা হয়েছে। তাছাড়া ৬-আগরতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাধানগর ও ইন্দ্রনগর এলাকায় অস্থায়ী ত্রাণ শিবিরে বন্যা দুর্গতদের মধ্যে খাদ্যসামগ্রী সহ অন্যান্য ত্রাণসামগ্রী বন্টন করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-নির্বাচনে ৬-আগরতলা কেন্দ্রের দলীয় প্রার্থী ডাঃ অশোক সিনহা ও ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের সাধারণ সম্পাদক কিশোর বর্মণ।