Site icon janatar kalam

এলাকার সামগ্রিক উন্নয়নে বিজেপি প্রার্থীদের জয়ী করার আহ্বান মুখ্যমন্ত্রীর ডাক্তার মানিক সাহার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শুক্রবার সকালে রাজধানীর গ্র্যান্ডুজ চৌমুহনী এলাকার ২০ ও ৩২ নং ওয়ার্ডের ১৮,৫৩,৫৪ ও ৫৫ বুথে বাড়ি বাড়ি প্রচারে যান ৮ টাউন বড়দোয়ালী কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন উপস্থিত ছিলেন সদর শহর জেলার সহ-সভাপতি সুকান্ত ঘোষ মহাশয়, রাজ্য যুব মোর্চার সহ-সভাপতি ভিকি প্রসাদ মহাশয়, সদর শহর জেলা যুব মোর্চার সদস্য প্রদীপ সরকার মহাশয়সহ অন্যান্য নেতৃত্বগন। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ডাক্তার মানিক সাহা এলাকার মানুষকে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর ভরসা রেখে রাজ্যের উন্নয়নের গতিকে আরো গতিময় করার জন্য ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীদের ব্যাপক ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান তাছাড়া ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের বাড়ি বাড়ি প্রচারে এলাকার মানুষের ব্যাপক সাড়া পরিলক্ষিত করা যায়।

Exit mobile version