Site icon janatar kalam

শুরু হয়েছে শারীরিক প্রতিবন্ধী ও প্রবীণ নাগরিকদের ঘরে ঘরে ভোটগ্রহণ প্রক্রিয়া

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- প্রথমবারের মতো, জাতীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে, 60 বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিক এবং শারীরিকভাবে প্রতিবন্ধী নাগরিকরা ঘরে বসে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন। শুক্রবার থেকে রাজ্যের চারটি আসনের উপনির্বাচনে ঘরে ঘরে ভোটগ্রহণ শুরু হয়েছে। পোস্টাল ব্যালটে তাদের ভোট দেওয়া হচ্ছে। আগামীকালও এই প্রক্রিয়া চলবে। শুক্রবার এই প্রক্রিয়ায় ভোট দিয়েছেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার মা সূর্যবালা সাহাও।

Exit mobile version