জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বৃহস্পতিবার রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যের আঞ্চলিক দল তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব্বর্মাকে দেখতে এবং উনার শারীরিক অবস্থার খবর নিতে রাজধানীর এক বেসরকারি হাসপাতালে ছুটে যান এবং প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই অমানবিক চিন্তাধারা দেখে রাজ্যের মানুষ উনাকে তাদের হৃদয়ে স্থান দিয়েছেন। আশা করা যাচ্ছে যে বিপ্লব কুমার দেবের এই অমানবিক দৃষ্টিভঙ্গি রাজ্যবাসীর মনে আরও বিশেষ জায়গা করে নেবে বলে।