জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আসন্ন উপনির্বাচনে প্রধান বিরোধী দল সিপিআইএম তাদের দলীয় প্রার্থীর হয়ে প্রচারে নেমে পড়লেন দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। বৃহস্পতিবার 6 আগরতলা কেন্দ্রের প্রার্থীর সমর্থনে পৃথক দুই জায়গাতে হয় বাইক রেলী ও পদযাত্রা । বলা যায় ৬ আগরতলা বিধানসভার উপনির্বাচনে বামফ্রন্টের প্রার্থী কৃষ্ণা মজুমদার সবার আগে মনোনয়নপত্র জমা দিয়ে প্রচারে নেমে পড়েছেন। প্রতিদিন বাড়ি বাড়ি প্রচার এর পাশাপাশি হচ্ছে সভা। এদিন দলীয় প্রার্থীর সমর্থনে এক সুবিশাল বাইক রেলী রাধানগর রাধামাধব মন্দিরে সামনে থেকে বের হয়। মিছিলের সূচনা করেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। এদিকে জিবি বাজার এলাকা থেকে বের হয় পদযাত্রা। উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য পবিত্র কর, প্রার্থী কৃষ্ণা মজুমদার। জিবি বাজার এলাকায় বেরিয়ে বিভিন্ন এলাকায় এই পদযাত্রা পরিক্রমা করে ভোটারদের কাছে ভোট চান তারা। এদিকে বাইক রেলির মধ্য দিয়ে বিজেপিকে একটা ভোট না দেওয়ার আবেদন জানান জিতেন্দ্র চৌধুরী ।বিধানসভা নির্বাচনের আগে বর্তমান শাসকদল যে 299টি প্রতিশ্রুতি দিয়েছিল তা রাজ্যে পালন হয়নি বলে অভিযোগ করেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী।