জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আগামী ২১শে জুন শেষ হচ্ছে সরব প্রচার। তাই জোরকদমে প্রচার চালিয়ে যাচ্ছেন কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহা। কংগ্রেস প্রার্থী প্রতিদিন সকালে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন এবং তুলে ধরছেন বর্তমান সরকারের ব্যর্থতার দিকগুলি। এদিন তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহা বলেন,সন্ত্রাস মুক্ত পরিবেশ সকলের কাম্য। ভোট যাতে নির্বিঘ্নে দিতে পারেন সেটাই চাইছেন ভোটাররা। টাউন বড়দোয়ালি কেন্দ্রে নির্বাচনের দায়িত্বে থাকা অবজারভারের সঙ্গে দেখা করে অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোট যাতে হয় সে বিষয়টি তুলে ধরেছেন কংগ্রেস প্রার্থী। অবজারভার জানিয়েছেন নির্বাচন কমিশন শান্তিপূর্ণভাবে ভোট করার জন্য পদক্ষেপ নিয়েছে। তাছাড়া মানুষ বুঝিয়ে দিতে চাইছেন এই সরকার জনস্বার্থ বিষয় গুলি গুরুত্ব দেয়নি। পরিবর্তনের জন্য মানুষ উদগ্রীব হয়ে আছেন বলে দাবি করেন আশিস কুমার সাহা।