জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- উপনির্বাচনকে সামনে রেখে শুরু হল ৬ আগরতলা বিধানসভা কেন্দ্র ও ৮ টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের ভোটার মেশিন কমিশনিং প্রস্তুতি উমাকান্ত স্কুলে। উপস্থিত ছিলেন অবজারভার সহ রিটার্নিং অফিসার এবং বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা। এই দিন সংবাদমাধ্যম এর মুখোমুখি হয়ে রিটার্নিং অফিসার অসীম সাহা বলেন উপনির্বাচনকে সামনে রেখে ইভি এম এবং ভিভি প্যড মেশিন ব্যবহার করা হবে রাজনৈতিক দলের প্রার্থীদের রিপ্রেজেন্টেটিভ উপস্থিতিতে কমিশনিং করা হবে আগামী ২৩ শে জুন ভোট হবে তাতে যাতে ইভিএম এবং ভিভি প্যডগুলো দিয়ে প্রপার ভোট করা যায় । পাশাপাশি তিনি আরো বলেন ৬ আগরতলা কেন্দ্রে পোলিং স্টেশন আছে ৫৫ এবং ৮ টাউন বড়দোয়ালী কেন্দ্রে পোলিং স্টেশন আছে ৫৬ বাকি গুলো রেজাল্ট বলে জানান তিনি।