Site icon janatar kalam

অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোট চাইছে ভোটাররা – ফরওয়ার্ড ব্লক প্রার্থী রঘুনাথ সরকার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- সোমবার টাউন বড়দোয়ালি কেন্দ্রের বামফ্রন্ট সমর্থিত ফরওয়ার্ড ব্লক প্রার্থী রঘুনাথ সরকার বাড়ি বাড়ি প্রচারে বেরিয়ে ইতিমধ্যে 60 শতাংশ এলাকা শেষ করে ফেলেছেন। কেননা মনোনয়নপত্র জমা দেয়ার পরদিন থেকেই প্রচারে বেরিয়ে পড়েছিলেন তিনি। সোমবার বাম প্রার্থী প্রচার চালান রাজধানীর নাগেরজলা এলাকায়। সেখানে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি যান। প্রচারে বেরিয়ে বাম প্রার্থী জানান ব্যাপক সাড়া মিলছে ভোটারদের কাছ থেকে। দ্রব্যমূল্য বৃদ্ধি সহ বিভিন্ন বিষয়ের প্রতিবাদ জানিয়ে মানুষ উপ নির্বাচনে ভোট দিতে চাইছেন ।পাশাপাশি তিনি জানান ভোটাররা চাইছেন যাতে পুর লোকসভা নির্বাচনের মতো ভোট না হয় । অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোট যাতে হয় তাই চাইছেন ভোটাররা।

Exit mobile version