জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই ঝড়ো প্রচার চালাচ্ছে শাসক বিজেপি। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ভোটারদের বাড়ি যাওয়া অব্যাহত । সোমবারও এর ব্যতিক্রম ঘটেনি। এদিন ৮ বড়দোয়ালী বিধানসভার 46 _47 নম্বর বুথ এলাকায় বাড়ি বাড়ি ভোটারদের কাছে যান প্রদেশ বিজেপি সভাপতি প্রার্থী ডাক্তার মানিক সাহা এবং ভোট প্রাথনা করেন। এদিন সাংবাদিকদের মুখুমুখি হয়ে বিজেপি প্রার্থী বলেন মানুষ বুঝতে পারছেন অন্য কোন রাজনৈতিক দলকে মূল্যবান ভোট দিয়ে লাভ হবে না। মুখ্যমন্ত্রীকে তো জয়ী করতেই হবে। মুখ্যমন্ত্রী এবং বিজেপি দলের প্রতিও ভোটারদের পূর্ণ আস্থা আছে। রেকর্ড ভোটে জেতার সমর্থন মানুষের তরফ থেকে দেখতে পাচ্ছেন বলে আশা ব্যক্ত করেন বিজেপি প্রার্থী ডাক্তার মানিক সাহা।