Site icon janatar kalam

আসন্ন উপনির্বাচনের প্রার্থী প্রচারে বেরিয়ে দলীয় প্রার্থীকে জয়ী করার আহ্বান বিধায়িকা মিমি মজুমদারের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- উপনির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে ময়দান চষে বেড়াচ্ছে সবকটি রাজনৈতিক দল। তবে এক্ষেত্রে সব দলের তুলনায় অনেকটাই এগিয়ে শাসক দল বিজেপি তা বলা চলে। কেননা দলীয় প্রার্থীদের জয়যুক্ত করতে দলের শীর্ষ স্থানের নেতৃত্বরা নেমে পড়েছে ময়দানে। রবিবার মাননীয় মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা মহোদয় ২০ নং ওয়ার্ডে কার্যকর্তাদের সাথে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন
মাননীয়া বিধায়িকা শ্রীমতি মিমি মজুমদারসহ অন্যান্য পদাধিকারী ও কার্যকর্তাগণ। এদিন বিধায়িকা মিমি মজুমদার দলীয় প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহব্বান রাখেন এলাকার জনগণের কাছে।এদিনের প্রচার থেকে একটাই আওয়াজ উঠে ৮ বড়দোয়ালী কেন্দ্রে ডাক্তারকেই চাই।

Exit mobile version