Site icon janatar kalam

শাসক বিজেপিকে পরাস্ত করতে বিরোধীদের ভোটে জয়যুক্ত করার আহ্বান ত্রিপুরা পিপলস পার্টির

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রবিবার রাজধানী আগরতলা প্রেসক্লাবে ত্রিপুরা পিপলস পার্টির পক্ষ থেকে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এদিনের বৈঠকে দলের সম্পাদক অঞ্জন শুক্লবৈদ্য বর্তমান রাজ্য সরকারের বিফলতা তুলে ধরে একহাত নেন, তিনি এদিন বলেন আগামী ২৩ শে জুন ত্রিপুরা বিধানসভার চারটি আসনে উপনির্বাচন হতে চলেছে । গত ২০১৮ সালে বিজেপী আই . পি.এফ. টি . জোট রাজ্যে বামফ্রন্টের ২৫ বছরের অপশাসনকে হাতিয়ার করে অর্থ ও বাহুবলের দ্বারা শাসন ক্ষমতায় আসে । কিন্তু ভোটে জেতার পর আজ ৪ বছরেরও বেশী সময় অতিক্রান্ত হলেও , নির্বাচনকালে দেওয়া তাদের প্রতিশ্রুতি গুলির একটিও বাস্তবায়ণ করা হয়নি । ‘ মিস কল দিলেই চাকরি ’ , দ্রব্যমূল্যের হ্রাস , ‘ সবকা সাথ সবকা বিকাশ ইত্যাদি। রাজ্যের জনগন ভেবেছিল এই নতুন সরকারের আমলে হয়তো বেকারদের কর্মসংস্থান , শ্রমিকদের মজুরী বৃদ্ধি , কৃষিক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়ন , ভূমিহীনদের ভূমি বন্দোবস্ত , কৃষি পন্যের সহায়ক মূল্য প্রদান , শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রের উন্নতিসাধন , খাদ্য সংকট থেকে মুক্তি ঘটবে এবং এরাজ্যের ব্যাপক উন্নয়ন ঘটবে । কিন্তু ক্ষমতায় আসার পর এর ঠিক উল্টোটাই জনগনের ভাগ্যে জুটেছে । উন্নয়নের পরিবর্তে রাজ্যে চলছে সংখ্যালঘু ও পিছেপড়া মানুষের উপর ব্যাপক দমন পীড়ন । ধর্ম ও জাতপাতের ভিত্তিতে মানুষে মানুষে বিভেদের রাজনীতি , বিরোধিদের উপর ‘ বাইক বাহিনী ‘ কিংবা ‘ হনু বাহিনীদের ’ দ্বারা আক্রমন , দুর্নীতি , তুলাবাজী ও জাতি বিদ্বেশ ছড়ানো আজ তাদের নিত্য দিনের । তার পাশাপাশি শিক্ষা ও কর্মক্ষেত্রে সংকোচন , চিকিৎসা ব্যবস্থা বেসরকারীকরন , রেগা – টুয়েপ এসমস্ত কর্মসংস্থান মুখী আইন কিংবা প্রকল্পের সংকোচনের মাধ্যমে গ্রামীন , গরিব কিংবা পিছেপড়া মানুষদের প্রায় সর্বশান্ত করে দিচ্ছে এই সরকার । পেট্রোল , ডিজেল , বিদ্যুৎ কর , রেশন সামগ্রী সহ অন্যান্য দ্রব্যমূল্যের ব্যাপক বৃদ্ধি ঘটিয়ে এই সরকার রাজ্যের জনগনের আয়ের একটি বিরাট অংশ পুঁজিপতিদের পকেটে ঢুকিয়ে দিচ্ছে । সপ্তম পে – কমিশনের নামে রাজ্যের কর্মচারীদেরকে বোকা বানিয়ে তাদেরকে শুধুমাত্র ভোটের জন্য ব্যবহার করেছে এই সরকার বলে জানান তিনি । তাছাড়া এই সরকারের আমলেই রাজ্যের ১০৩২৩ জন শিক্ষক কর্মচারী চাকরীচ্যুত হয়েছেন , যার ফলে এদের পরিবারের লোকেরা বর্তমানে অনাহার – অর্ধাহারে দিন কাটাচ্ছেন । বর্তমান কেন্দ্র সরকার যেমন , দেশে সাম্প্রদায়িক বিভেদ ও আগ্রাসনের রাজনীতি করছে । বাবরি মসজিদ সহ সহস্রাধীক মসজিদ কিংবা চার্চ ধ্বংস করা , ধর্মান্তকরন , লাভ জিহাদ , দাঙ্গা – হাঙ্গামা এই সরকারেরই দান । বাক স্বাধীনতা , গণতান্ত্রিক অধিকার ও কাজের অধিকারের উপর তীব্র আক্রমণ এখন তাদের প্রধান কাজ বলেও অভিযোগ করেন তিনি । তাই উপরোক্ত পরিস্থিতিতে আসন্ন উপনির্বাচনে এরাজ্যের গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিস্থাপনাদি , ধর্ম নিরপেক্ষ ও বৈচিত্রের মধ্যে ঐক্যের ঐতিহ্যকে রক্ষা করতে এবং সাম্প্রদায়িকতা ও উগ্র হিন্দুত্ববাদকে পরাস্ত করতে বিজেপীর বিরদ্ধে সম্ভাব্য বিজয়ী প্রার্থীদেরকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান রাখছে ত্রিপুরা পিপলস্ পার্টি বলে জানান তিনি । এদিনের সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা পিপলস পার্টির
সম্পাদক বিমল সিনহা, প্রবীন সিংহ, রিজিয়া খাতুন এবং দলের সাধারন সম্পাদক উস্মান মিঞা।

Exit mobile version