Site icon janatar kalam

মানুষ ভালো সাড়া দিচ্ছে – ডাঃ মানিক সাহা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- আসন্ন উপনির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থীরা সকাল থেকেই প্রচারণা শুরু করেন। তবে বেশির ভাগ প্রার্থীই ঘরে ঘরে জনগণের কাছে যাওয়ার ওপর জোর দিয়েছেন। তারা বিভিন্ন এলাকায় প্রচার চালিয়ে যাচ্ছেন। টাউন বারদোয়ালি কেন্দ্রের বিজেপি প্রার্থী এবং রাজ্য বিজেপির সভাপতি মুখ্যমন্ত্রী মানিক সাহা সকাল থেকেই দলীয় নেতাকর্মীদের নিয়ে বিধানসভা কেন্দ্রের বিভিন্ন ওয়ার্ডে রওনা দিচ্ছেন। তিনি জোরেশোরে প্রচারণা চালাচ্ছেন। শুক্রবার, মন্ত্রী রামপ্রসাদ পাল দলীয় প্রধান কল্যাণী রায়, বিধানসভার চিফ হুইপকে নিয়ে সেন্ট্রাল রোডের খোসবাগান এলাকায় প্রচার চালান। তিনি ভোটারদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন। পরে, প্রতিক্রিয়ায় বিজেপি প্রার্থী ডাঃ মানিক সাহা বলেন যে তিনি অভূতপূর্ব সাড়া পাচ্ছেন। “আমি অনেক লোকের সাথে দেখা করি, তাদের সাথে মতামত বিনিময় করি। মানুষ ভালো সাড়া দিচ্ছে”, মানিক সাহা বলেন। তবে তিনি সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত পানির সমস্যা ছাড়া মানুষের কাছ থেকে কোনো অভিযোগ আসেনি।

Exit mobile version