Site icon janatar kalam

কেন্দ্র সরকারের অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত মিছিলে অংশ নিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- মঙ্গলবার ভারতের জনপ্রিয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী’র নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার সেবা, সুশাসন এবং দরিদ্রদের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ, তাঁর বলিষ্ঠ নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের ৮ বছর পূর্তি উপলক্ষে সদর গ্রামীন জেলা যুব মোর্চার উদ্যোগে মজলিশপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বীরেন্দ্রনগর স্কুল ময়দান থেকে এক সুবিশাল বাইক র‍্যালীর আয়োজন করা হয়, এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। মিছিলটি এদিন এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে কেন্দ্র সরকারের নানা ধরনের প্রকল্পগুলি নিয়ে সচেতন করেন। এ দিনের মিছিলে দলীয় কার্যকর্তাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Exit mobile version