জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সোমবার বিধানসভা উপ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে দৃপ্ত মিছিলের মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা দেন প্রাক্তন বিধায়ক সুদীপ রায় বর্মন ও আশীষ কুমার সাহা। এদিন ৬ আগরতলা কেন্দ্রে মনোনয়নপত্র দাখিল করলেন কংগ্রেস প্রার্থী প্রাক্তন বিধায়ক সুদীপ রায় বর্মন ও টাউন বড়দোয়ালি কেন্দ্রে মনোনয়নপত্র দাখিল করলেন কংগ্রেস প্রার্থী প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা। এদিন রাজধানীর ৭৯ টিলা থেকে প্রার্থীদের নিয়ে দলীয় কর্মী সমর্থকদের মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রিটার্নিং অফিসারের অফিসের সামনে এসে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন সুদীপ রায় বর্মন ও সদর মহকুমা শাসক তথা বড়দোয়ালি কেন্দ্রের রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন আশীষ কুমার সাহা। সাংবাদিকদের প্রশ্নোত্তরে সুদীপ রায় বর্মন বলেন মানুষের আস্থা বিশ্বাস নেই বিজেপির উপর।মানুষ আমাদের পাশে আছেন এবং তাঁরা নিজেদের জয় নিয়ে আশাবাদী। এদিকে প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা প্রতিক্রিয়ায় বলেন জনগণের আশীর্বাদ আমাদের শক্তি আর এই শক্তির নিরিখে বিধানসভায় যাবেন বলে আশা ব্যক্ত করেন প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা।