Site icon janatar kalam

পরিবেশ দিবস উপলক্ষে ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এর উদ্যোগে আয়োজিত হল শিশুদের বসে আঁকো প্রতিযোগিতা

জনতার কলম ত্রিপুরা আগারতলা প্রতিনিধিঃ- রবিবার ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ পরিবেশ ভবন গোর্খাবস্তি আগরতলায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ছোটদের বসে আঁকো প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতাটি তিনটি বিভাগে অনুষ্ঠিত হবে, যথাক্রমে ক বিভাগ ৬ বৎসর পর্যন্ত, খ বিভাগ ৬ থেকে ৯ বছর পর্যন্ত, গ বিভাগ ৯ থেকে ১২ বছর পর্যন্ত। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের অধিকারীক বিশু কর্মকার জানান বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার কাছে আহ্বান রাখেন এরা যেন পরিবেশ কে নিয়ে বিভিন্ন কর্মসূচি নিজেদের মধ্যে পালন করেন, তাছাড়া রেডিও বার্তার মাধ্যমে সকলকে সচেতন করা হবে বলেও জানান তিনি। পাশাপাশি পরিবেশ দূষণ বিরোধী কার্যকলাপ যেমন আবর্জনা যত্রতত্র স্থানে না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলা এবং ওয়ান টাইম ইউজ প্লাস্টিক বর্জন করা ইত্যাদি। এদিনের অনুষ্ঠানে শিশুদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল লক্ষণীয়।

Exit mobile version