জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বাঙালির বারো মাসে তেরো পার্বণ। সেই বারো মাসের দ্বিতীয় মাস জ্যৈষ্ঠের উৎসব জামাইষষ্ঠী। চলতি বছর ৫ জুন, রবিবার বাঙালি কন্যার মা-বাবারা জামাইকে নেমন্তন্ন করে খাওয়াবেন। শ্বশুরবাড়িতে ভূরিভোজ করবেন জামাইবাবাজিরা। সকালে ফলাহার দিয়ে শুরু হয় জামাই-অপ্যায়ন। তার পর মিষ্টি থেকে নানা ব্যঞ্জন। আর এই জামাইষষ্ঠী কে কেন্দ্র করে রাজধানীর বাজারগুলোতে মাছ মাংসের চাহিদা থাকলেও ব্যবসা মন্দা বলে জানিয়েছেন মাছ মাংস বিক্রেতারা। এদিন সংবাদমাধ্যমকে মাছ মাংস বিক্রেতারা জানান মানুষের হাতে টাকা নেই সুতরাং বাজারে চাহিদা থাকলেও ব্যবসা সেইমতো হচ্ছে না পাশাপাশি এবারের তুলনায় বিগত দিনের ব্যবসা ভালো ছিল বলে জানিয়েছেন।