Site icon janatar kalam

যথাযোগ্য মর্যাদায় রাজ্য পালিত হল তামাক বিরোধী দিবস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বিশ্ব তামাক বিরোধী দিবস প্রতি বছর ৩১ মে উদযাপিত হয়।এই দিবস উদযাপনের মূল উদ্দেশ্যই হল তামাকের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন ও তামাক সেবন ছেড়ে দেওয়ার ব্যাপারে আন্তরিকভাবে মানুষকে উৎসাহিত করা।বিশ্ব স্বাস্থ্য সংস্থা ধূমপান থেকে মৃত্যু এবং রোগ সম্পর্কে পৃথিবীব্যাপী সাধারণ মানুষকে সচেতন করতে ১৯৮৭ সালে প্রথম বিশ্ব তামাক বিরোধী দিবস পালন করে।তরুণ প্রজন্মকে লক্ষ্য করে তামাক শিল্প নানা কৌশলে কীভাবে বিস্তার লাভ করল, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২০ সালে বিশ্ব তামাক বিরোধী দিবসে সেই ভূমিকার উপরে আলোকপাত করেছে।তরুণদের এই অনৈতিক ব্যবসার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।বিশ্বব্যাপী এই প্রচার অভিযানের উদ্দেশ্য হল, এই তরুণদের মধ্যে সাহস, শক্তি এবং জ্ঞান প্রদান করাই হল এই দিনটিন পালনের মূল লক্ষ। তারই পরিপ্রেক্ষিতে আজ রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল এর উদ্যোগে সকালে এক প্রভাত ফেরী করা হয় যার মাধ্যমে মানুষের সচেতনতা বৃদ্ধি করা হয়। এদিনের প্রভাতফেরীর মিছিলটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে সকলের মধ্যে তামাকের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে সচেতন করে। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয় বেসরকারি হাসপাতালের এক কর্মকর্তা বলেন তামাক বিরোধী সচেতনতা প্রদানের লক্ষ্যে আজকের এই কর্মসূচি, কেননা তামাক সেবনে মরণব্যাধি রোগে আক্রান্ত হন অনেকে সুতরাং এই মরণব্যাধি রোগ থেকে রাজ্যের মানুষদের বাঁচানোর জন্যে সচেতনতা করার উদ্দেশ্যেই এই কর্মসূচি বলে জানান তিনি।

Exit mobile version