জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- মহিলা পুলিশ ভলেন্টিয়ারের কর্মীরা বিগত ১৩ মাস যাবত অনারিয়াম না পেয়ে বাধ্য হয়ে পুলিশ হেডকোয়ার্টারে আসেন এবং পশ্চিম জেলা পুলিশ সুপারের সাথে দেখা করেন। তিনি তাদেরকে সময় দিতে বলেন যেহেতু কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট তাই তারা এখন রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবেন। বিগত দুই বছর আগে তাদেরকে নিয়োগ করা হয়েছিল সব পরীক্ষার মাধ্যমে। যেসব ভলেন্টিয়ার কর্মীরা নিয়োগ হয়েছিল তাদের মধ্যে সবাই দ্বাদশ শ্রেণী থেকে শুরু করে গ্রেজুয়েট রয়েছেন। তারা চাইছেন তাদের দাবি গুলো জাতে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী যেন বিষয়টি বিশেষভাবে দেখেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তারা তাদের সমস্যাগুলো তুলে ধরেন।